ডক্তারের দেহে করোনা, দিল্লিতে ব্ন্ধ হয়ে গেল সরকারি হাসপাতাল

ডেস্ক রিপোর্ট:

ডাক্তারের দেহে করোনা শনাক্ত হওয়ার পর ভারতের রাজধানী দিল্লিতে সরকার পরিচালিত স্টেট ক্যান্সার ইন্সটিটিউট নামের একটি হাসপাতাল বন্ধ করে দেয়া হয়েছে। বুধবার দিল্লির রাজ্য সরকারের পক্ষ থেকে হাসপাতালটি বন্ধ করে দেয়া হয়।

 

কর্মকর্তারা জানিয়েছে, ওই ডাক্তারের সংস্পর্শে আসা সবাইকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

 

এ বিষয়ে স্টেট ক্যান্সার ইন্সটিটিউটের কর্মকর্তা বিএল শেরওয়াল বলেন, ডাক্তারের শ্যালক এবং শ্যালিকা সম্প্রতি যুক্তরাজ্য থেকে এসেছে এবং হয়তো তাদের কাছ থেকেই সে আক্রান্ত হয়েছেন।

 

দিল্লিতে করোনায় এ পর্যন্ত দুজন মারা গেছেন। এছাড়া পুরো ভারতে মারা গেছেন ৩৫ জন। আক্রান্ত হয়েছেন ১৩৯৭ জন। এনডিটিভি।