ডিএনসিসির হাসপাতাল-নার্সারিতে বিশেষ মশকনিধন কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) কোভিড ও নন-কোভিড হাসপাতালে অবস্থানরত রোগী, চিকিৎসক, নার্স ও চিকিৎসা সেবায় নিয়োজিতদের ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে শুরু হয়েছে বিশেষ মশকনিধন কার্যক্রম।
শনিবার সপ্তাহব্যাপী শুরু হয় বিশেষ এ মশকনিধন কার্যক্রম। এছাড়া ডিএনসিসি এলাকার নার্সারিতেও এ অভিযান শুরু হয়েছে।
অভিযানের প্রথম দিন সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ঢাকা উত্তরের মোট ৩০ হাসপাতালের আঙ্গিনায় এবং আশপাশে মশকনিধন কার্যক্রম পরিচালনা করা হয়। হাসপাতালগুলোর মধ্যে রয়েছে, উত্তরা অঞ্চল-১, অধীন উত্তরা মহিলা মেডিকেল কলেজ ও হাসপাতাল, জাহানারা ক্লিনিক এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। মিরপুর অঞ্চল-২ এর অধীন ইসলামী ব্যাংক হাসপাতাল, ওজিএসএইচ হাসপাতাল এবং ডা. আজমল হাসপাতাল।

মহাখালী অঞ্চল-৩ এর অধীন এনআইডিসিএইচ (বক্ষব্যাধি হাসপাতাল), শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল, ক্যান্সার হাসপাতাল, লেপ্রোজি হাসপাতাল, ডিজি হেলথ অফিস, আইসিডিডিআর’বি এবং সংক্রামক রোগ নিয়ন্ত্রণ হাসপাতাল।
মিরপুর অঞ্চল-৪ এর অধীন নগর মাতৃসদন, ফুয়াদ আল খতিব হাসপাতাল কল্যাণপুর এবং সালাউদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতাল।
কারওয়ান বাজার অঞ্চল-৫ এর অধীন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল, প্রবীণ হাসপাতাল পশ্চিম আগারগাঁও এবং মিলিনিয়াম হার্ট অ্যান্ড জেনারেল হাসপাতাল লালমাটিয়া। অঞ্চল-৬ এর অধীন শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল, আল আশরাফ জেনারেল হাসপাতাল, মা ও শিশু হাসপাতাল, শিন শিন জাপান হাসপাতাল এবং লেক ভিউ সুপার হাসপাতাল।
অঞ্চল-৭ এর অধীন হলি কেয়ার ডায়গনস্টিক সেন্টার, কেসি হাসপাতাল, পারিবারিক ক্লিনিক, রোজা মেডিকেল, এআর হাসপাতাল এবং আর্ক হাসপাতাল।
সপ্তাহব্যাপী এ কার্যক্রমে প্রতিদিন বিকাল সাড়ে ৪টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত লার্ভিসাইডিং (মশার লার্ভার কীটনাশক) ও এডাল্টিসাইডিং (পরিণত মশার কীটনাশক) প্রয়োগ করা হবে। ডিএনসিসির অন্যান্য এলাকায় মশক নিধনের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।