
শেয়ারবাজার প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (৭ সেপ্টেম্বর) সূচক বেড়েছে। তবে ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে।
দিনশেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৯৭৬ কোটি ১২ লাখ টাকা। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ২৫ কোটি ৯৯ লাখ টাকা।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১০ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৫৯ দশমিক ১৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএস-৩০ সূচক ৭ দশমিক ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭২৩ দশমিক ৯১ পয়েন্টে, ডিএসইএস শরীয়াহ সূচক ১ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৪২ দশমিক ৬৮ পয়েন্টে এবং সিডিএসইটি সূচক ৪ দশমিক ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬ দশমিক ৯৭ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে সোমবার (৭ সেপ্টেম্বর) লেনদেন হওয়ার প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেড়েছে ১৩০ টির, কমেছে ১৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির শেয়ার ও ইউনিটের দর।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৫২ দশমিক শূন্য ২ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১৬৫ দশমিক ৬৫ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই ৫০ সূচক ৬ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৭ দশমিক ৪৭ পয়েন্টে, সিএসসিএক্স ৩১ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫৪০ দশমিক ৬০ পয়েন্টে, সিএসআই সূচক ৫ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে ৯২৮ দশমিক ৫২ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৪২ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৬৫ দশমিক ৯৭ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেড়েছে ১১২টির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির শেয়ার ও ইউনিটের দর। এদিন টাকার পরিমাণে সিএসইতে লেনদেন হয়েছে ৩১ কোটি ২৪ লাখ ২৫ হাজার টাকা। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ২৮ কোটি ৫ লাখ টাকা।