atv sangbad

Blog Post

atv sangbad > খেলাধুলা > ড্রেসিং রুমের খবর বাইরে আসে কীভাবে, যা জানালেন বিসিবি পরিচালক

ড্রেসিং রুমের খবর বাইরে আসে কীভাবে, যা জানালেন বিসিবি পরিচালক

ক্রীড়া ডেস্ক, এটিভি সংবাদ :

ভারতের মাটিতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে অনেক প্রত্যাশা নিয়ে অংশ নিয়েছিল বাংলাদেশ দল। তবে ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা পূরণে পুরোপুরি ব্যর্থ হয় সাকিব-মুশফিকরা। বিশ্বকাপের আগে সাকিবের দেয়া সাক্ষাৎকার, তামিমের ভিডিও উত্তপ্ত করে তুলে দেশের ক্রিকেটাঙ্গনকে। বিশ্বকাপ চলাকালে ড্রেসিং রুমে ঘটা অনেক ঘটনাও চলে আসে বাইরে।

জাতীয় দলের ড্রেসিং রুমের খবর বাইরে আসায় বিস্ময় প্রকাশ করেছেন বিসিবি পরিচালক আকরাম খান। দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, দলের কেউই অভ্যন্তরীণ খবরগুলো বাইরে প্রকাশ করছে। একইসঙ্গে স্পিনার নাসুমকে বিশ্বকাপ চলাকালে হাথুরুসিংহের চড় দেয়ার গুঞ্জনের বিষয়েও কথা বলেন তিনি।

আকরাম খান বলেন, ‘ক্রিকেটাররা যখন খেলে তখন চাপে থাকে। আমরা চেষ্টা করি তাদের মানসিকভাবে চাঙ্গা রাখতে। ড্রেসিং রুমের কথা অবশ্যই বের হয়েছে। না হলে এমন অনেক ঘটনা যেটা ঘটেই নাই, সেটা আসতো (গণমাধ্যমে)। আমরা নিশ্চিত ভেতরের খবর কেউ না কেউ বলেছে, কিন্তু এটা সত্যি ছিল না। এটা নিয়ে আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, কিন্তু কোনো ফল পাইনি।’

নাসুমের চড় কাণ্ড প্রসঙ্গে বিসিবির এই পরিচালক বলেন, ‘কিছু সংবাদ যেটা আসছে বাইরে, বিশেষ করে নাসুমের ব্যাপারটা। আমরা এটা অনেক গুরুত্বের সঙ্গে যাচাই করেছি। সেটাও কিন্তু আমরা কোনোকিছু পাইনি, যেটার কোনো প্রমাণ পাইনি। এরকম সংবাদ হওয়া কিন্তু সবার জন্যই খারাপ।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :