তালা ভেঙে হলে প্রবেশ করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিনিধি, এটিভি সংবাদ 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পর প্রশাসনকে উপেক্ষা করে তালা ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে ঢুকেছেন শিক্ষার্থীরা। একইসঙ্গে হলে অবস্থান নিয়ে হল খুলে দেওয়ার দাবিতে স্লোগান দেন তারা।

সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে হল গেটের তালা ভেঙে তারা প্রবেশ করেন। প্রায় ঘণ্টাখানেক হলের ভেতরে অবস্থান শেষে দুপর সোয়া একটার দিকে শিক্ষার্থীরা হল থেকে বেরিয়ে যান এবং দ্রুত হল খোলার দাবিতে বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধনের কর্মসূচি দেন।

শিক্ষার্থীদের একজন বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে হলে উঠতে চাই। তাই দ্রুত হল খুলে দেওয়ার দাবিতে বিকেলে মানববন্ধন করব। এই দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকেও স্মারকলিপি দেওয়া হবে।’

এ বিষয়ে প্রাধ্যক্ষ অধ্যাপক সৈয়দ হুমায়ন আখতার সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি অনলাইন ক্লাসে ছিলাম। হলের কেয়ারটেকার আমাকে বলেছে, শিক্ষার্থীরা তাদের জিনিসপত্র নিতে এসেছে। প্রত্যেক দিনই চার পাঁচ জন করে আসে। তবে আজ অনেকে একসঙ্গে এসেছে, ছবি তুলেছে। তারা এখন হল থেকে বেরিয়ে গেছে।’