আন্তর্জাতিক ডেস্ক, এটিভি সংবাদ
তুরস্কে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত রোববার। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান এ নির্বাচনকে গণতন্ত্রের বিজয় বলে অভিহিত করেছেন।
মঙ্গবার (২ এপ্রিল) রাজধানী আঙ্কারায় একে পার্টির সদর দপ্তরের বাইরে জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) সমর্থকদের উদ্দেশে ভাষণ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
এ সময় তাদের সমর্থন এবং দেশে গণতন্ত্রের প্রসারের জন্য ধন্যবাদ জানান তিনি। সমর্থকদের উদ্দেশে এরদোগান বলেন, ‘কোনো বাধার সম্মুখীন না হয়েই জাতি ব্যালটে নিজেদের ইচ্ছা প্রদর্শন করেছে। এটি তুর্কি গণতন্ত্রের জন্য একটি বড় বিজয়।’
তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘আমরা আমাদের গণতন্ত্রের জন্য উপযুক্ত পরিপক্বতার সঙ্গে ৩১ মার্চের নির্বাচন শেষ করেছি। নির্বাচনে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি।’
এরদোগান আরও বলেন, ‘আমাদের নাগরিকদের সাধারণ জ্ঞানের জন্য ধন্যবাদ। তুরস্কের গণতন্ত্র আবার তার পরিপক্বতা প্রমাণ করেছে। নির্বাচন গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন এবং মানুষ ব্যালটের মাধ্যমে তাদের পছন্দের কথা জানিয়েছে।’
দুই দশকের বেশি সময়ের মধ্যে প্রেসিডেন্ট এরদোগান ও তার দল একে পার্টির জন্য এটিকে সবচেয়ে বড় পরাজয় বলে মনে করা হচ্ছে।
১৯৯০-এর দশকে নিজের শহর ইস্তানবুলের মেয়র ছিলেন এরদোগান। এবার নিজের সেই জায়গা আবারও ফিরে পাওয়াই ছিল তার মূল লক্ষ্য। তবে তাতে ব্যর্থ হলেন তিনি।
পরাজয়ের পর রাজধানী আঙ্কারায় একেপি সদর দপ্তরে জড়ো হওয়া জনতাকে উদ্দেশ করে এরদোগান বলেন, আমরা যদি ভুল করে থাকি তবে তা সমাধানের চেষ্টা করব। আমাদের কোনো ঘাটতি থাকলে তা পূরণ করব। পরাজয় থেকে শিক্ষা নেবে দল, ফলাফলের পর সমর্থকদের উদ্দেশে এমন বার্তাও দেন তিনি।