ত্রাণ নিয়ে লিভারক্যান্সার রোগীর বাড়িতে নরসুন্দা ব্লাড ডোনেট সোসাইটি

আরএন শ্যামা, নান্দাইল (ময়মনসিংহ): ময়মনসিংহের নান্দাইলে লিভার ক্যান্সারে আক্রান্ত শহিদ মিয়ার বাড়িতে হঠাৎ ত্রাণ সামগ্রী নিয়ে হাজির হয় নরসুন্দা ব্লাড সেসাইটির নেতৃবৃন্দ।

আজ বৃহস্পতিবার নান্দাইল নরসুন্দা ব্লাড ডোনেট সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম ও সাংগঠনিক সম্পাদক সাব্বির আহম্মেদ উজ্জল দুই ব্যাগ ভর্তি চাল, ডাল, তেল, লবণ, চিনি, সাবান ইত্যাদি নিত্য প্রয়োজনীয় দ্রব্য নিয়ে শহিদ মিয়ার হাতে তুলে দেন।

জানা যায়, লিভার ক্যান্সারে আক্রান্ত শহিদ মিয়ার বাড়ি নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের দক্ষিণ বাশঁহাটি গ্রামে।তার ১ মেয়ে, (১১)১ছেলে (৭)সে দীর্ঘদিন যাবত লিভার আক্রান্তে ভোগছে। তার উন্নত চিকিৎসার জন্য অনেক অর্থের প্রয়োজন। তবে বিভিন্ন চিকিৎসা করাতে গিয়ে উক্ত শহিদ মিয়া সহায় সম্বলহীন। মানুষ মানুষ্যের জন্য কথাটি ছাড়া তার আর কোন আশা নেই। তার পরিবারের জন্য উক্ত সংগঠনের নেতৃবৃন্দের মাধ্যমে সকলের কাছে সে বাচাঁর আকুতি জানায়।

ত্রাণ সামগ্রী বিতরণকালে স্থানীয় ইউপি সদস্য লুৎফুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃআমিনুল ইসলাম সহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।