দক্ষিণখানে হানিফ হত্যার ঘটনায় গ্রেফতার ১

আর রহমান রাতুল (ঢাকা), এটিভি সংবাদ 

রাজধানীর দক্ষিণখান থানা এলাকায় মোঃ হানিফ খান হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দক্ষিণখান থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম এস এম জুয়েল রানা।

বৃহস্পতিবার (১১ মার্চ, ২০২১) বিকাল ৬টায় কোতয়ালী থানার সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

দক্ষিণখান থানার পুলিশ পরির্দশক (তদন্ত) আজিজুল হক মিঞা পিপিএম মিডিয়াকে বলেন, গ্রেফতারকৃত জুয়েল রানা ভিকটিম মোঃ হানিফ খান মামুনের ছোটবোনের স্বামী। তারা একই বাসায় পাশাপাশি কক্ষে বসবাস করতো। বৃহস্পতিবার (১১  মার্চ, ২০২১) দুপুর ২টায় অগ্রিম বাসা ভাড়া দেয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জুয়েল রানা চাকু দিয়ে ভিকটিমের ডান পাঁজরের নিচে আঘাত করে। এতে ভিকটিম গুরুতর আহত হয়। ভিকটিমকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভিকটিমের স্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে দক্ষিণখান থানায় একটি হত্যা মামলা রুজু হয়।

তিনি বলেন, মামলা তদন্তকালে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের দেয়া তথ্য মতে হত্যায় ব্যবহৃত চাকুটি উদ্ধার করা হয়েছে মর্মে পুলিশের এ কর্মকর্তা জানান।

গ্রেফতারকৃত জুয়েল রানা খুনের ঘটনায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।