
দশমিনা (পটুয়াখালী), এটিভি সংবাদ
পটুয়াখালীর দশমিনায় বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী র্যালী চলাকালে পুলিশের সাথে সংঘর্ষে অন্তত তিন পুলিশ ও দুই বিএনপি কর্মী আহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, শুক্রবার সকাল ১১ টার দিকে উপজেলা শহরের নলখোলা জৈনপুরি খানকা মাঠ এলাকা থেকে দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা র্যালী বের করে সদর রোড হয়ে পূজাখোলা এলাকায় গেলে পুলিশের সাথে সংঘর্ষ শুরু হয়।
এ সময়ে দলটির নেতা কর্মীরা এলোপাতাড়িভাবে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে। ঘটনাস্থলেই তিন পুলিশ সদস্য আহত হয়। একই সাথে ওই স্থানে থাকা পুলিশের পাঁচটি মটরসাইকেল ও দুইটি দোকান ভাঙচুর করে দলটির নেতা কর্মীরা।
পেশাগত দায়িত্ব পালনকালে এ সময় উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আমাদের সময় দশমিনা প্রতিনিধি শাহজাদা তোহামিনসহ দুই সাংবাদিক গুরুতর আহত হয়।
পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন হলে দলটির নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। প্রায় দুই ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পুলিশ।
দশমিনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম শানু মুটো ফোনে জানান যে,আমরা বিএনপি সহ উপজেলা বিএনপির অংগ ও সহযোগিতা সংগঠন খানকা মাঠ থেকে র্যালী বের করে পশুহাসপাতাল পর্যন্ত গেল পুলিশ আমাদের র্যালী বাধা দেয়।র্যালীতে অনেক লোক থাকায় আমরা পূজাখোলা গেলে শান্তিপূর্ন মিছিলে থাকা পিছনের লোকদের পুলিশ অতর্কিত ভাবে লাঠি চার্জ করে।এতে লোকজন বিছিন্ন হয়েে যায় এবং আমি সাথে সাথেই র্যালী সমাপ্ত ঘোষনা করি লোকজন কে চলেযেতে বলি।আমি এ অতর্কিত হামলার প্রতিবাদ ও নিদ্রা জানাই এবং যেই পুলিশ সদস্য এঘটনা ঘটিয়েছে তাদের শাস্তির দাবি জানাচ্ছি।
দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, বিএনপির লোকজন রাস্তা অবরোধ করে দফায় দফায় মিছিল করে এতে জনসাধারণের চলাচল করতে বিঘ্ন ঘটে এবং যানবাহনের বিশাল লাইল হয়ে গেলে পুলিশ তাদেরকে বললে পুলিশের উপর অতর্কিত হামলা, ইট পাটকেল ছুরতে থাকে এবং গাড়ি ভাংচুর করে। ঘটনা স্থল থেকে দুই জনকে গ্রেফতার করি এবং মামলা হয়েছে।
