ইবি প্রতিনিধি, এটিভি সংবাদ
চোখের আলো ধীরে ধীরে নিভে যাচ্ছে দৃষ্টিপ্রতিবন্ধী মোহাম্মদ জহিরুল ইসলামের। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনি়য়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী। জন্ম থেকে দৃষ্টিপ্রতিবন্ধী জহিরুলের চোখের অপারেশন করতে ছয় থেকে সাত লাখ টাকা প্রয়োজন। অপারেশনের পর ফিরে পেতে পারে চোখের স্বাভাবিক আলো বলে জানিয়েছেন চিকিৎসকরা। কিন্তু তার পিতৃহীন দরিদ্র পরিবারের পক্ষে এই টাকা জোগাড় করা প্রায় অসম্ভব। ছেলের দৃষ্টিশক্তি ফিরে পেতে জহিরুলের প্রতিবন্ধী মা সমাজের বৃত্তবানদের কাছে সাহায্যের আকুতি জানিয়েছেন।
জহিরুল ইসলাম জানান, পরিবার বলতে শুধু আমার মা-ই আছেন। বাবা মৃত। যদিও আমার তিন ভাই রয়েছে,কিন্তু তারা সকলেই অত্যন্ত দরিদ্র। তারা দিনমজুরের কাজ করে দিন আনে দিন খায়। আমি এবং আমার মা প্রতিবন্ধি ভাতা ও ব্যাংকের সার্বিক সহযোগিতায় জীবিকা নির্বাহ করছি। যা আমাদের জন্য বর্তমান যুগে বেশ কষ্টদায়ক।
জহিরুল তার চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের কাছে আশীর্বাদ, দোয়া ও সাহায্য প্রার্থনা করছেন।
জহিরুল কে সাহায্য পাঠানোর ঠিকানা:
বিকাশ: ০১৭৯০৬৩১৩৩৯ * নগদ: ০১৭৯৪৭৫৬৯২১ * রকেট: ০১৭৯৪৭৫৬৯২১-৬
বিশেষ প্রয়োজনে যোগাযোগ: ০১৫৬৭৯৯৪৯১১, ০১৭৪২৪৭৩১৩৭