দেওয়ানগঞ্জ ৪ বছরের শিশুকে হত্যা মামলায় গ্রেপ্তার ২

শেরপুর, এটিভি সংবাদ

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাঘারচর গ্রামের ৪ বছরের শিশু নুসরাত জাহান হাবিবাকে হত্যার সঙ্গে জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মামলা দায়েরের ৬ দিন পর তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানায় র‌্যাব-১৪।

র‌্যাব আরও জানায়, গত ৯ সেপ্টেম্বর সকালে হাবিবাকে নিয়ে তার বাবা আশরাফুল ইসলাম বাঘারচর বাজারে যাচ্ছিলেন। এসময় হাবিবা বাজার থেকে তার জন্য খাবার কিনে দিতে আশরাফুল ইসলামকে জানান। তখন তাকে দুইটি সিংগারা কিনে দিয়ে বাড়ি পাঠিয়ে দেন আশরাফুল ইসলাম। সকাল ১১টার দিকে বাজার করে বাড়ি এসে হাবিবাকে দেখতে পাননি আশরাফুল ইসলাম। হাবিবার সন্ধানে পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের বাড়িতে খোঁজ করেন। তারা জঙ্গল, পুকুর, ডোবা ও নালায় হাবিবাকে খুঁজে দেখেন। পরের দিন জামালপুরের দেওয়ানগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি করে হাবিবার পরিবার। একই থানার ডাংধরা পারোহারি গ্রামের আবুল কাশেমের ছেলে ট্রলি হেলপার সবুজ (২২) বাজারে বলাবলি করে ট্রলি চালক রুবেলকে (৩৩) দেড় লাখ টাকা দিলেই তিনি হাবিবাকে ফেরত দেবেন। এতে এলাকাবাসীর সন্দেহ হয়। গত ১১ সেপ্টেম্বর ভোরে ঘর থেকে বের হয়ে বাড়ির আঙ্গিনায় হাবিবার লাশ দেখতে পান তার মা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালে মর্গে পাঠায় এবং রুবেলকে গ্রেপ্তার করে। পরে ১২ সেপ্টেম্বর ভিকটিমের বাবা বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানার মামলা দায়ের করেন।

মামলা দায়ের ৬ দিনের মধ্যে গতকাল রোববার ১৭ সেপ্টেম্বর দুপুরে কুড়িগ্রাম জেলার রাজিপুর থানা এলাকায় অভিযান চালিয়ে মো. সবুজ মিয়াকে গ্রেপ্তার করে র‌্যাব-১৪। রুবেলের দেয়া তথ্যের ভিত্তিতে, মূল পরিকল্পনাকারী আবুল কাসেমকে গতকাল দিবাগত রাতে কুড়িগ্রাম জেলার দুশমারা থানার গোয়ানপাড়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।