
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের সাংগঠনিক কাঠামোতে আরো ২১৫ টি পুলিশ সুপার পদ মঞ্জুর করা হয়েছে। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব তাহমিনা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা প্রদান করা হয়েছে।
এ নিয়ে বাংলাদেশ পুলিশের পুলিশ সুপারের সংখ্যা দাঁড়াল ৫৮৪ টিতে। এর আগে বাংলাদেশ পুলিশের মোট পদের সংখ্যা ছিল (কনস্টেবল থেকে পুলিশ মহাপরিদর্শক ও সিভিল পদসহ) ২ লাখ ১২ হাজার ৫২৯টি। ২১৫টি পদ তৈরি হওয়ায় এ সংখ্যা বেড়ে এখন ২ লাখ ১২ হাজার ৭৪৪টি।