atv sangbad

Blog Post

atv sangbad > সারাদেশ > নড়াইলে পানিতে ডুবে দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

নড়াইলে পানিতে ডুবে দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

নড়াইল, এটিভি সংবাদ 

নড়াইলে পানিতে পড়ে এক ১০ম শ্রেনীর এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৮ফেব্রুয়ারি) সকালে নড়াইল সদর উপজেলার জুড়ুলিয়ায় এ ঘটনা ঘটে।

নিহনের নাম সুজন বিশ্বাস। সে জুড়ুলিয়া গ্রামের আফসার বিশ্বাসের ছেলে। সে জুড়ুলিয়া জেবিএম মাধ্যমিক বিদ্যালয়ে এবার দশম শ্রেনীতে উঠেছে।

নিহতের স্বজনরা জানায়, সুজন প্রতিদিন সকালে বাড়ির পাশের পুকুর পাড়ের আম গাছের ডালে ঝুলে শরীরচর্চা করতো। রবিবার সকালে সুজন বাড়ির সবার অজান্তে ঘুম থেকে উঠে পুকুর পাড়ে যায়। সেখানে আম গাছের ডালে ঝুলতে গিয়ে হাত ফোসকে পুকুরে পড়ে যায়। সাঁতার না জানায় সেখান থেকে উঠতে পারেনি। কিছুক্ষণ পর সুজনের মা ছেলের পানিতে পড়ে যাবার বিষয় জানতে পেরে চিৎকার কান্নাকাটি শুরু করলে তার ডাক চিৎকারে প্রতিবেশিরা গিয়ে সুজনকে অচেতন অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  সুজনকে মৃত ঘোষণা করেন।

সুজনের অকাল মৃত্যুতে শোকার্ত স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :