
ইসাহাক আলী সবুজ রানা, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি, এটিভি সংবাদ
দিনাজপুরের নবাবগঞ্জে দু’তলা বিশিষ্ট আধুনিক ডাকবাংলো নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকালে প্রধান অতিথি হিসেবে ভিত্তি প্রস্তর স্থাপনের মাধ্যমে নির্মাণ কাজের উদ্বোধন করেন, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজমসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি শেখ রাসেল জাতীয় উদ্যান বিশ্রামাগার, নবাবগঞ্জ স্মৃতিসৌধ, নবাবগঞ্জ শহীদ মিনার নির্মান কাজের উদ্বোধন করেন।
