
আরএন শ্যামা, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:ময়মনসিংহের নান্দাইলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত দুই ব্যাক্তির নামে দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণমন্ত্রণালয়ের আওতায় সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) করোনায় মৃত ব্যাক্তির পক্ষে তার পরিবারের সদস্যের মাঝে ২০ হাজার টাকার দুইটি অনুদানের চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদ উদ্দিন।
নান্দাইল উপজেলা সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আল আমিন জানান, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে খারুয়া ইউনিয়নে মৃত রফিকুল ইসলামের পক্ষে তারই সন্তান আমিনুল হক রাজীব ও শেরপুর ইউনিয়নের পাচঁরুখী গ্রামের মৃত মোরসালিনের পিতা সাইদুর রহমান উক্ত অনুদানের চেক গ্রহন করেন।