


আরএন শ্যামা, নান্দাইল (ময়মনসিংহ):
ময়মনসিংহের নান্দাইল মডেল থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) সঙ্গে উপজেলায় কর্মরত প্রিন্ট, অনলাইন ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় ওসি মিজানুর রহমান নান্দাইল মডেল থানা এলাকাকে সন্ত্রাস, মাদক, জুয়াসহ সকল অপরাধ থেকে নান্দাইলকে মুক্ত করার জন্য সকলের ঐক্যবন্ধ সহযোগিতা প্রত্যাশা করেন। এসময় সাংবাদিকরাও নান্দাইলকে অপরাধ মুক্ত করতে সর্বাধিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

শনিবার ( ৫ আগষ্ট) সন্ধ্যায় নান্দাইল মডেল থানা অফিসার ওসির কার্যালয়ের ওই মতবিনিময় সভায় বক্তব্য দেন নতুন অফিসার ইনর্চাজ (ওসি) মিজানুর রহমান, সাংবাদিক এড. হাবিবুর রহমান ফকির, আজিজুর রহমান ভূইয়া বাবুল, মাহাবুবুর রহমান বাবুল, হান্নান মাহমুদ, এনামুল হক বাবুল, অরবিন্দ পাল, আলম ফরাজী, শামছ ই তাবরীজ রায়হান, এ.বি. সিদ্দিক খসরু, জালাল উদ্দিন মন্ডল, রফিকুল ইসলাম রফিক প্রমূখ।