নিউজ ডেস্ক, এটিভি সংবাদ
আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, নির্বাচনকালীন সরকারের প্রধান থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর নির্বাচনের মাধ্যমেই আগামী দিনের ক্ষমতা পরিবর্তন হবে।
শুক্রবার (১৮ আগস্ট) কেরানীগঞ্জের কালিন্দি ইউনিয়নের চরাইল মাঠে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
সাবেক এ খাদ্যমন্ত্রী বলেন, নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে এবং নির্বাচনকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি নির্বাচনে না এলেও নির্বাচন বসে থাকবে না।
তিনি অভিযোগ করেন, অপশক্তিরা বিদেশিদের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে লবিস্ট নিয়োগ করে, পুলিশের গাড়িতে আগুন দেয়, সন্ত্রাসীকাজে লিপ্ত হয়। তাই মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিদের দমন করতে সবার প্রতি আহ্বান জানান কামরুল ইসলাম।
নির্বাচনব্যবস্থা নিয়ে বিএনপির সঙ্গে আলোচনা প্রসঙ্গে এই নেতা বলেন, তাদের সঙ্গে আলোচনার কোনো সুযোগ নেই, তারা খুনি। বিএনপি গণগন্ত্র বিশ্বাস করে না, তারা দেশটাকে ধ্বংসস্তূপে রূপান্তর করতে চায়।
এটিভি/এস