অনলাইন ডেস্ক, এটিভি সংবাদ
নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান বলেছেন, নির্বাচনে ভোটদানে বাধা দিলে কারাদণ্ডসহ অন্যান্য শাস্তির বিধান রয়েছে। তাই কেউ ভোটারদের ভোটদানে বাধা দিলে আইন ব্যবস্থা নেয়া হবে।
শনিবার (২৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি আরও জানান, নির্বাচনী সহিংসতায় আজ স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থকের মৃত্যুর ঘটনায়ও কঠোর ব্যবস্থা নেয়া হবে হবে। ২-১ দিনের মধ্যে প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কঠোর ব্যবস্থা নেয়া হবে৷ মাঠ কর্মকর্তাদের নিরপেক্ষ থাকতে এরই মধ্যে নির্দেশনা দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, ভোটে না আসার অধিকার রাজনৈতিক দলগুলোর আছে, তবে অন্যকে ভোট দিতে বাধা দিলে কারাদণ্ডসহ অন্যান্য শাস্তির বিধান রয়েছে।