ঝালকাঠি, এটিভি সংবাদ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর, কাঁঠালিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা এম মনিরুজ্জামান নির্বাচনের মাঠ থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টায় ঝালকাঠির রাজাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে মনির এই ঘোষণা দেন। মনিরের সঙ্গে রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম সরফরাজসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়া নৌকার প্রার্থী মোহাম্মদ শাহজাহান ওমরের প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি।
সংবাদ সম্মেলনে মনিরুজ্জামান বলেন, ‘কারো চাপে নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে মেনে নিয়ে নৌকার পক্ষে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। আর তাই আমি নিজে সরে দাঁড়ালাম।’