পিরোজপুর, এটিভি সংবাদ :
পিরোজপুরে নানা কর্মসচীর মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতার প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পন করা হয়।
জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামীলীগের সভাপতি, পৌর মেয়র সহ বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের পক্ষ থেকে ফুল দিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে জেলা প্রশাসকের হলরুমে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আলোচনাসভায় বক্তারা ঐতিহাসিক ৭ই মার্চ বঙ্গবন্ধুর দেওয়া ভাষনের তাৎপর্য তুলে ধরেন। পরে ৭ই মার্চ উপলক্ষ্যে আয়োজিত চিত্রাংকন, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক মাধবী রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক মো: জাহেদুর রহমান, বিশেষ অতিথি পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি একেএমএ আউয়াল।