প্রিয়াংকার ১৯ বছর বয়সের যে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

বিনোদন ডেস্ক, এটিভি সংবাদ 

সামাজিক যোগাযোগমাধ্যমে ১৯ বছর বয়সের একটি ছবি শেয়ার করেছেন বলিউড তারকা প্রিয়াংকা চোপড়া।

বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবিটি পোস্ট করার পরই তা ভাইরাল হয়ে যায়। ছবিতে তরুণী প্রিয়াংকাকে সাদা বিকিনি ও ট্রাউজার পরে থাকতে দেখা যাচ্ছে। সঙ্গে কপালে আবার টিপও পরেছেন। যাকে বলে কিনা ইন্দো-ওয়েস্টার্ন লুক।

ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘লজ্জা শব্দটা কোনোদিনও শুনিনি- বছর ১৯-এর ছবি।’ হ্যাশট্যাগে দিয়েছেন # বিন্দিঅ্যান্ডবিকিনি।

গত জানুয়ারিতে ১৭ বছর বয়সের সময়ের একটি ছবি পোস্ট করেছিলেন প্রিয়াংকা চোপড়া। সেখানে তাকে বেলবটম জিন্স ও ডেনিম জ্যাকেট পরে থাকতে দেখা গেছে।

প্রসঙ্গত ১৯৮২ সালের ১৮ জুলাই বিহারের জামসেদপুরে জন্মগ্রহণ করেন প্রিয়াংকা চোপড়া। বাবা অশোক চোপড়া ও মা মধু চোপড়া দুজনেই ভারতীয় সেনবাহিনীর চিকিৎসক ছিলেন।

২০০০ সালে মিস ওয়ার্ল্ড খেতাব জয়ের পর বলিউডে পা রাখেন প্রিয়াংকা। এরপর হলিউডের একাধিক ছবিতেও কাজ করেছেন তিনি। বর্তমানে সঙ্গীত শিল্পী নিক জোনাসকে বিয়ে করে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তিনি।