ফিলিস্তিনে বর্ণবাদী অপরাধ করছে ইসরাইল: হিউম্যান রাইটস ওয়াচ

আন্তর্জাতিক ডেস্ক, এটিভি সংবাদ 

মার্কিন মানবাধিক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনে বর্ণবাদী অপরাধ করছে।

মানবাধিক সংস্থাটি মঙ্গলবার এক প্রতিবেদনে বলেছে, শুধু ফিলিস্তিনে নয়, ইসরাইলে বসবাসকারী আরব-ইসরাইলিদের সঙ্গেও বৈষম্যমূলক আচরণ করছে ইহুদিরা। খবর আরব নিউজের।

হিউম্যান রাইটস ওয়াচ এমন সময় এ প্রতিবেদন প্রকাশ করল, যখন ফিলিস্তিনে যুদ্ধাপরাধ তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

এদিকে নিউইয়র্কভিত্তিক এ মানবাধিকার সংস্থাটির এ রিপোর্টকে ইহুদিবিদ্বেষী ও বানোয়াট বলে প্রত্যাখ্যান করেছে ইসরাইল।

হিউম্যান রাইটস ওয়াচের ২১৩ পৃষ্ঠার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল ফিলিস্তিনিদের ওপর বছরের পর বছর ধরে দমন-পীড়ন ও জাতিগত শুদ্ধি অভিযান চালাচ্ছে।

জর্ডান নদী থেকে ভূমধ্যসাগর পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলে রীতিমতো একনায়কতন্ত্র চালিয়ে যাচ্ছে ইসরাইল। এতে ভূলুণ্ঠিত হচ্ছে ফিলিস্তিনিদের অধিকার।