
নিজস্ব প্রতিবেদক, এটিভি সংবাদ
বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে ‘হাইব্রিড ফাইবার কো-অ্যাক্সিয়াল নেটওয়ার্ক’ সম্পর্কিত চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। রাজধানীর উত্তরার নিজস্ব কার্যালয়ে এসএমজেড ইন্টারন্যাশনাল লি: বাংলাদেশ এবং গেট-টেক-কোরিয়া’র মধ্যে এ সমঝোতা চুক্তিটি স্বাক্ষরিত হয়।
আজ বিকেলে ১টি সমঝোতা স্মারক বিনিময় করে বাংলাদেশ ও কোরিয়া। বাংলাদেশের এসএমজেড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক হিরো এবং গেট-টেক-কোরিয়ার ব্যবস্থাপনা পরিচালক পার্ক ডং ইয়ং এর উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
এসময় উপস্থিত ছিলেন- এসএমজেড ইন্টারন্যাল লিমিটেডের চেয়ারম্যান- সিও জাই ইয়ং, পরিচালক এস এম জামান, হেড অব মার্কেটিং- কামরুজ্জামান সাইফুল, হেড অব আইটি- সাবিত আল জুবায়ের, আইটি স্পেশালিষ্ট- সুমন চন্দ্র ঘোষ এবং এহসান-উল-হক।
