
এস এম ডাবলু, রাজশাহী প্রতিনিধি, এটিভি সংবাদ
পুলিশই জনতা, জনতাই পুলিশ এই প্রতিপাদ্য কে সামনে রেখে জেলার প্রশিক্ষন কেন্দ্র হতে উপজেলার তৃনমুল পর্যায়ে পুলিশের প্রশিক্ষণ এর মাধ্যমে পুলিশের প্রতি জনগনের আস্থা রাখতে পুলিশের এই মোবিলাইজেশন কন্টিনজেন্ট প্রশিক্ষণ ক্যাম্প করা হয়। রবিবার দুপুর থেকে বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়নের নরদাশ ডিগ্রি কলেজ মাঠে পুলিশের এই সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহীর রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন বিপিএম, পিপিএম।
সভাপতিত্ব করেন, রাজশাহী জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার)। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মতিউর রহমান (বিশেষ শাখা) ও সার্কেল এসপি সুমণ দেব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান বাবু শ্রী অনিল কুমার সরকার ও বাগমারা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারোয়ার আবুল, উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক আল মামুন প্রামানিক।
নরদাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মতিন, শুভ ডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম, আউচপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জান মোহাম্মাদ, নরদাশ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ মুকুল হোসেনসহ প্রমুখ।
প্রধান অতিথি রাজশাহীর রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেনকে অভিনন্দন জ্ঞাপন করেন, উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারোয়ার আবুল। প্রধান অতিথি বলেন, উপজেলা ভিত্তিক এই প্রথম কোন উপজেলায় এ ধরনের আয়োজন করা হয়েছে। কারণ জনগণের খুব কাছ থেকে থেকে পুলিশকে কাজ করতে হবে। জনগণ ও পুলিশ এক হয়ে কাজ করার আহবান জানান পুলিশের এই ডিআইজি।
তিনি পুলিশের কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং প্রশিক্ষক ও প্রশিক্ষনার্থীদের জন্য নগদ অর্থ বরাদ্দ করেন। অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগিতা করেন বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহমেদ ও হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: রফিকুল ইসলাম।
