বাগমারায় শিশু সন্তান রেখে গৃহবধূ নিখোঁজ!

এস এম ডাবলু, রাজশাহী প্রতিনিধি, এটিভি সংবাদ 

রাজশাহী বাগমারায় মোছা: রিমা (২৫) নামের একজন গৃহবধু নিখোঁজ হয়েছে বলে গত ০৬-০১-২০২১ইং তারিখে বাগমারা থানায় রিমার পিতা মো: ইনতাজ আলী বাদী হয়ে একটি সাধারন ডায়রী করেন। যার ডায়রী নং ২৬২।

নিখোঁজ রিমা বিবি বাগমারা আউচপাড়া ইউনিয়নের খালগ্রাম গ্রামের মো: ইনতাজ আলীর দ্বিতীয় মেয়ে। ভুক্তভোগী পরিবার ও সাধারন ডায়রী সূত্রে জানা যায়, গত ০৩-০১-২০২১ইং তারিখ অনুমান দুপুর ০২:০০ ঘটিকার সময় মোছা: রিমা বিবি স্বামীর বাড়িতে যাবে বলে নিজ বাবার বাড়ি হতে বেরিয়ে যায়, যার গায়ের রঙ ফর্সা, মুখমোন্ডল গোলাকার,মাঝারি গরন,উচ্চতা অনুমান ০৫ ফুট ১ ইঞ্চি, পরনে নীল রঙ্গের ছালোয়ার কামিজ, সবুজ রঙ্গের বুরখা।

পরের দিন সকাল ১০:০০ ঘটিকার সময় রিমার পিতা খোঁজ খবর নিলে এখানে আসেনি বলে রিমা বিবির স্বামী, শ্বশুর ও শ্বাশুরী জানান। পরপর ৩ দিন যাবৎ নিখোঁজ রিমার আত্বীয় স্বজনের বাড়ি সহ সম্ভাব্য সকল স্থানে খোঁজা খুজি করেও সন্ধান না পাওয়ায় রিমার বাবা মো: ইনতাজ আলী বাগমারা থানায় বাদী হয়ে একটি সাধারন ডায়রী করেন।

অনুসন্ধানে জানা যায়, মোছা রিমা বিবি (২৫) গত ০৫ বছর পূর্বে একই ইউনিয়ন এর বামনিগ্রাম গ্রামের মো: হারুনুর রশিদ(৩০) এর সহিত বিবাহ সম্পুন্ন হয়, হারুনুর রশিদ ঐ গ্রামের মো: দিলবর আলীর পূত্র। জানা যায়, মোছা: রিমার সাথে মো: হারুনুর রশিদ এর বিবাহের দুই বছর পরেই একটি পূত্র সন্তান জম্ম নেয়। সন্তান হওয়ার পর থেকেই সাংসারিক জীবনে স্ত্রী রিমা কোনভাবেই সুখশান্তি পায়নি। ভরনপোষনে স্বামী অতিষ্ঠ হয়ে, শ্বাশুরীর হুকুমে যৌতুকের দাবি করে রিমার প্রতি মানসিক ও শারীরিক নির্যাতন চালাতো এবং একাধিকবার শালিসীভাবে মিমাংসা করা হয়েছে বলে ভুক্তভোগির পরিবার জানান। তারা আরো বলেন, নিখোঁজের পর থেকে এখন পর্যন্ত রিমার স্বামী ও শ্বশুর শ্বাশুরী, রিমার খোঁজখবর বিষয়ে কোনপ্রকার যোগাযোগ তাদের সাথে করেনি।

উক্ত বিষয়ে যোগাযোগ করা হলে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ(ওসি) মো: মোস্তাক আহম্মেদ জানান, মোছা: রিমা বিবি (২৫) নামে নিখোঁজের বিষয়ে মেয়ের বাবা মো: ইনতাজ আলী বাদী হয়ে থানায় একটি সাধারন ডায়রী করেছেন। উক্ত বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত কোনপ্রকার খোঁজ পাওয়া যায়নি, খোঁজ পেলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তিনি সবার উদ্দেশে বলেন, কোন স্বহৃদয়বান ব্যাক্তি মেয়েটির খোঁজখবর পেলে নিম্ন নাম্বারে কল করে জানাবেন। মোবাইল নাম্বার, ০১৩২০১২২৬৯৮।