বাফুফে নির্বাচন ৩ অক্টোবর : সভাপতি পদে হবে ত্রিমুখী লড়াই

মাঠে-মাঠে ডেস্ক:
বর্তমান সভাপতি কাজী মো. সালাউদ্দিন ছাড়াও এবারের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাদল রায় ও শফিকুল ইসলাম মানিক।

সোমবার ছিল মনোনয়নপত্র সংগ্রহ করার শেষ দিন। দুপুরে রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে হুট করেই উপস্থিত হন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচ শফিকুল ইসলাম মানিক।

সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করে সাংবাদিকদের সঙ্গে কথা না বলেই বাফুফে ভবন ত্যাগ করেন জাতীয় দলের সাবেক এই ফুটবলার।

সদ্য বিদায়ী কমিটির সহ-সভাপতি বাদল রায়ও এদিন সভাপতি পদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বাংলাদেশ দলের সাবেক এই তারকা ফুটবলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার প্রতিনিধি।

এদিন মনোনয়নপত্র সংগ্রহ করে সম্মিলিত পরিষদ নামে ২১ জনের প্যানেল ঘোষণা করেছেন সদ্য বিদায়ী সভাপতি কাজী মো. সালাউদ্দিন।

গেল ৫ সেপ্টেম্বর শনিবার থেকে বাফুফে নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শুরু হয়। শেষ দিনে প্রার্থী ও সাংবাদিকদের পদচারণায় মুখর ছিল বাফুফে প্রাঙ্গণ।

৮ সেপ্টেম্বর মঙ্গলবার দিনভর জমা দেয়া যাবে মনোনয়নপত্র। ৯ সেপ্টেম্বর বুধবার মনোনয়নপত্রের ওপর আপত্তি শোনা হবে। ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার মনোনয়নপত্র বাছাই, ৮-১২ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১৩ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ ও ব্যালট প্রদান করা হবে।

আগামী ৩ অক্টোবর হোটেল সোনারগাঁওয়ে বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্বাচন চলবে। ওইদিনই প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে।

এবারের নির্বাচনে মনোনয়নপত্রের মূল্য সভাপতি পদের জন্য এক লাখ, সিনিয়র সহ-সভাপতি পদে ৭৫ হাজার, সহ-সভাপতি ৫০ হাজার এবং সদস্য পদের জন্য ২৫ হাজার টাকা (অফেরতযোগ্য)।

একজন করে সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি, চারজন সহ-সভাপতি এবং ১৫ জন সদস্যকে ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন ১৩৯ জন কাউন্সিলর।