বিনোদন ডেস্ক, এটিভি সংবাদ
বাবা হারিয়েছেন দেশের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি (ইন্না লিল্লাহি ….. রাজিউন)। সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
পপির পারিবারিক সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানায়, কয়েক বছর ধরেই পপির বাবা আমির হোসেন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। বেশ কয়েক মাস ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি আইসিইউতে ছিলেন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই চিত্রনায়িকা পপি তিন বছর ধরে অন্তরালে রয়েছেন। হঠাৎ করেই নিজেকে আড়াল করে নেন এই অভিনেত্রী। প্রথমদিকে তার এ অনুপস্থিতিকে স্বাভাবিক মনে করেছিলেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। কিন্তু সময় যতই এগিয়েছে, ততই তাকে ঘিরে ধোঁয়াশা তৈরি হয়।