শেরপুর, এটিভি সংবাদ
শেরপুরের শ্রীবরদীতে সড়ক দুর্ঘটনায় বাস- ট্রলি সংঘর্ষে নিহত মোঃ হামিদুল্লাহ ঘটনায় বাস চালক মোঃ মমিনুলকে গ্রেফতার করেছে (র্যাব-১৪) জামালপুর ক্যাম্প। গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শেরপুর সদরের দিঘলদী এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায় গত ২১ শে ফেব্রুয়ারী হামিদুল্লাহ কাট বোঝায় ট্রলি নিয়ে শ্রীবরদী থেকে শেরপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। এসময় শেরপুর থেকে ছেড়ে আসা বকশিগঞ্জগামী যাত্রীবাহী বাস ট্রলির উপর উঠে যায়। এ ঘটনায় গুরুতর অবস্থায় হামিদুল্লাহকে গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে শ্রীবরদী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। পরে নিহতের বড় ভাই বাদী হয়ে মামলা দায়ের করেন। এ ঘটনার পর থেকেই আসামি বাস চালক মমিনুল পলাতক ছিলেন।
গ্রেফতারকৃত আসামি মমিনুলকে শ্রীবরদী থানায় হস্তান্তর করেছে – (র্যাব)