বাহুবলে জোজনাল নদী খননের অনিয়ম নিয়ে এলাকাবাসী প্রতিবাদমূখর

ব্যুরো প্রধান-হবিগঞ্জ, এটিভি সংবাদ 

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মিরপুর থেকে করাঙ্গী নদী পর্যন্ত জোজনাল নদী খননের অনিয়ম নিয়ে এলাকাবাসী প্রতিবাদমূখর হয়ে উঠেছেন।

এলাকাবাসী সূত্র জানায়, সরকার গ্রামের মানুষের সড়ক যোগাযোগ, কৃষি সেচ উন্নয়নের জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে ১৫ কিলোমিটার জোজনাল নদী খননের জন্য ৩ জন টিকাদার নিযুক্ত করে প্রকল্পের কাজ শুরু করে।

কাজের শুরুতেই নানা অনিয়ম এলাকাবাসীর নজরে আসে। ঘটনায় এলাকাবাসী প্রতিবাদ মূখর হয়ে উঠে।

এ বিষয়ে হবিগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ শাহনেওয়াজ তালুকদারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, নদী খননে কোন অনিয়ম নেই। আমি সরেজমিনে মিরপুরে অবস্থান করছি। কিছু প্রতিবন্ধকতা রয়েছে নদীর উভয় তীরে অবৈধ স্হাপনার জন্য কাজ এগোচ্ছে না।

আমি অবৈধ স্হাপনা উচ্ছেদের জন্য জেলা প্রশাসক বরাবরে আবেদন জানাব। উচ্ছেদের পর যথারীতি কাজ চলবে। এদিকে এটিভি সংবাদের পক্ষ থেকে প্রকল্প এলাকা ঘুরে দেখা যায় সরকারিভাবে একটি প্রকল্প কাজ শুরু হলে একটি বিলবোর্ড থাকার কথা। কোন বিল বোর্ড দেখা যায়নি। বিলবোর্ড থেকে কাজ সম্পর্কে জনগণ তথ্য অধিকার পাবার কথা থাকলেও সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বহীনতা নিয়ে প্রশ্ন দেখা যায়। খনন কাজ নিয়ে এলাকাবাসী গভীর অন্ধকারে রয়েছে।

এটিভি সংবাদের অনুসন্ধান চলছে, আগামী পর্বে আমরা তুলে ধরবো বিস্তারিত।