অনলাইন ডেস্ক, এটিভি সংবাদ
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনের মাঠ থেকে পলাতক দল আবার অসহযোগ শুরু করেছে। বিএনপির ডাকে জনগণ সাড়া দেয়নি। তারা এখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। জনগণ বিএনপির বিরুদ্ধে অসহযোগ শুরু করেছে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন ওবায়দুল কাদের।