মাগুরা, এটিভি সংবাদ
মাগুরার মহম্মদপুরে ইছামতি বিল থেকে সবুজ মোল্লা (৩০) ও হৃদয় মোল্লা (১৬) নামের দুই ভাইয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এলাকাবাসী ইছামতি বিলে তাদের গলাকাটা মরদেহ দেখে পুলিশে খবর দেয়।
নিহতরা উপজেলার পানিঘাটা গ্রামের মনজুর মোল্লার ছেলে।
জানা যায়, শনিবার রাতে ২ ভাইকে কে বা কারা ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। আজ বেলা ১১টায় এলাকাবাসী ইছামতি বিলে তাদের মরদেহ দেখতে পায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহম্মদপুর থানার ওসি বোরহান উল ইসলাম বলেন, মরদেহ উদ্ধারের খবর পেয়ে আমি। এ ঘটনায় বিপ্লব শিকদার ও আসিফ শিকদার নামে সন্দেহভাজন দুজনকে আটক করেছে পানিঘাটা ফাঁড়ি পুলিশ। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।