বৃহস্পতিবার বিকেলে শুরু বইমেলা

সাগর কুমার (ঢাকা), এটিভি সংবাদ 

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামীকাল ১৮ মার্চ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা-২০২১। বিকেল ৩টায় প্রধান অতিথি হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি বইমেলার উদ্বোধন করবেন।

বাংলা একাডেমির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত ‘আমার দেখা নয়াচীন’-এর ইংরেজি অনুবাদ NEW CHINA 1952 গ্রন্থটির মোড়ক উন্মোচন হবে। এছাড়াও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২০ প্রদান করা হবে।

বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এতে বক্তব্য দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. বদরুল আরেফীন, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

এদিকে এরইমধ্যে মেলার স্টল তৈরির কাজ প্রায় শেষ। বিভিন্ন প্রকাশনার স্টলগুলো সাজানোর কাজ চলছে। স্বাস্থ্যবিধি মেনে মেলায় প্রবেশের নির্দেশণা দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়াও সার্বক্ষনিক মনিটরিংয়েরও ব্যবস্থা করা হয়েছে বলেও জানানো হয়।

এর আগে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ জানান, করোনা পরিস্থিতি পর্যালোচনা করে বইমেলার  মেয়াদের বিষয়ে নতুন সিদ্ধান্ত হতে পারে।