বেকার যুবক

এস এম জামান, এটিভি সংবাদ

 

ঘটি বাটি লোটা কম্বল

সবই তুলিলাম নিলামে,
যাহা কিছু আছে সম্বল
বিক্রি হলো তা স্বল্প দামে।
যতটুকু ছিলো সম্পদ
এক নিমিষেই তা ফুরালো,
বেকারত্বের অভিশাপেই
নিভে গেলো সকল আলো।
নেই কোন ডিগ্রী আমার
লাগলো না কোন কাজে,
বড়লোক আত্মীয় নাই
মরমে মরে যাই লাজে।
চাকুরীতে লাগে যোগ্যতা
আমার নেই কোন শিক্ষা,
যদিও পিওনে চাকুরী হয়
ঘুষ সুপারিশের যোগ্যতায়।
তবুও আমি যাইনি দমে
করছি আমি দৃঢ় চিত্তে পণ,
আত্মনির্ভর হবো আমি একদিন
চাইনি তো অঢেল ধন।