
মোঃ ইকরামুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি, এটিভি সংবাদ
যশোরের বেনাপোল স্থলবন্দর এলাকায় ট্রাকের চাপায় সাংবাদিক লোকমান হোসেন (৩৫) নিহত হয়েছেন। এর আগে শনিবার সন্ধ্যায় তিনি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন।
রোববার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৪টায় উন্নত চিকিৎসা নিতে ঢাকায় যাওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যায়। এর আগে গতকাল সন্ধ্যায় তিনি গুরুতর আহত হয়েছিলেন। নিহত সাংবাদিক লোকমান কাগজপুকুর গ্রামের আব্দুস সামাদ এর একমাত্র পুত্র।
এ্যাম্বুলেন্স যোগে ঢাকা যাওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে ভোরে তিনি পথিমধ্যে মারা যায়।
সাংবাদিক লোকমান হোসেন এর অকাল মৃত্যুতে বিবিএস নিউজ টোয়েন্টিফোর ডটকম ও এটিভি সংবাদ ডটকমের পরিবারবর্গ গভীরভাবে শোকাহত। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের জন্য সমবেদনা জানিয়েছেন।
