
দেশের বাইরে ডেস্ক: লেবাননের বৈরুত বন্দরের প্রবেশমুখের কাছে চার দশমিক ৩৫ টন অ্যামোনিয়াম নাইট্রেট পেয়েছে সেনাবাহিনী। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।
গত মাসে একই এলাকায় বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরিত হয়ে ১৯১ জন নিহত হয়েছিল।
বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, বন্দরের ওই এলাকা পরিদর্শনের জন্য সেনাবাহিনীর বিশেষজ্ঞদের তলব করা হয়েছিল। পরে তারা বন্দরের কাছে চারটি কনটেইনারে চার দশমিক ৩৫ টন অ্যামোনিয়াম নাইট্রেট পায়।
বিপুল পরিমাণ এই রাসায়নিক কোথা থেকে এসেছে কিংবা এর মালিক কে সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
গত মাসে বৈরুত বন্দরের একটি গুদামে ছয় বছর ধরে থাকা প্রায় তিন হাজার টন অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরিত হয়। এতে ১৯১ জন নিহত হয়েছে এবং আহত হয় ছয় হাজারের বেশি মানুষ। বন্দরের আশেপাশের এলাকা বিধ্বস্ত হয়ে গৃহহীন হয় তিন লাখ মানুষ। এই ঘটনার পর লেবাননে দুই সপ্তাহের জন্য জরুরি অবস্থা জারি করা হয়। বন্দরে অনুসন্ধান চালিয়ে ফ্রান্স ও ইতালির বিশেষজ্ঞরা ওই সময় আরও ২০টি কনটেইনারে বিস্ফোরক পদার্থ পেয়েছিলেন।