বোরকা পরে বালিকা বিদ্যালয়ে গিয়ে আটক
নাটোর, এটিভি সংবাদ
বোরকা পরে নাটোর সরকারি বালিকা বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে যাওয়ায় এক বালককে আটক করেছে পুলিশ। বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে শহরের আলাইপুরে অবস্থিত নাটোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
আটককৃত বালক নাটোর শহরের আলাইপুরের শুখেল হকের ছেলে সাদমান সাকিব এবং নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুল মতিন জানান, বিদ্যালয়ে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান ছিল। দুপুর আড়াইটার দিকে এক তরুণ বোরকা পরে বিদ্যালয়ের ভেতরে ঢুকে পরে। তার চলাফেরায় সন্দেহ হলে পুলিশ তাকে আটক করে।
নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান জানান, আটক সাদমান সাকিব নাটোর সরকারি বালক বিদ্যালয়ের প্রভাতি শাখার নবম শ্রেণির ছাত্র। বালক বিদ্যালয়ে বুধবার মিলাদ মাহফিল শেষে বোরকা পরে বালিকা বিদ্যালয়ে আসে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।