
আন্তর্জাতিক ডেস্ক, এটিভি সংবাদ
ব্রাজিলে প্রথমবারের মতো এক দিনে দুই হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। পাশাপাশি দেশটিতে সংক্রমণের হারও বাড়ছে। বিবিসি অনলাইনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
বুধবার (১০ মার্চ) ব্রাজিলে ২ হাজার ২৮৬ জন করোনায় মারা গেছেন, যা এক দিনে দেশটিতে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা ছিল। দেশটিতে এ পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ২ লাখ ৬৮ হাজার ৩৭০ জন।
করোনায় মৃত্যুর দিক থেকে বিশ্বে ব্রাজিলের অবস্থান ছিল ৩ নম্বরে। তবে এখন ব্রাজিল বিশ্বে দ্বিতীয় অবস্থানে চলে এসেছে। আর এই তালিকায় প্রথমে রয়েছে যুক্তরাষ্ট্র।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এভাবে দেশটিতে করোনা সংক্রমণ চললে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে।
ব্রাজিলের শীর্ষস্থানীয় গণস্বাস্থ্য কেন্দ্র ফিয়োক্রুজ জানিয়েছে, ব্রাজিলের বড় শহরগুলোর স্বাস্থ্যব্যবস্থা প্রচণ্ড চাপের মুখে পড়েছে। এরই মধ্যে হাসপাতালগুলোতে রোগীদের চাপ অনেক বেড়েছে। দেশটির ২৭টি রাজ্যের ৮০ শতাংশের বেশি নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) বেড খালি নেই।
