জয়পুরহাট, এটিভি সংবাদ:
দুই কোটি টাকা মূল্যের প্রায় ২০০ ভরি ওজনের ২০টি স্বর্ণের বারসহ দুজনকে আটক করেছে জয়পুরহাট-২০ বিজিবি সদস্যরা। শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যায় ব্যাটালিয়ন দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে ভারত সীমান্তবর্তী পাঁচবিবি উপজেলার হাটখোলা-উচনা এলাকার ২৮১/৩২ পিলারের কাছ থেকে পাচারকালে ওই স্বর্ণের বারগুলোসহ দুই পাচারকারীকে আটক করা হয়। আটককৃতরা হলেন-একই উপজেলার উচনা গ্রামের বাসিন্দা আব্দুল ওহাব (৪২) ও মেহেদী হাসান পাপ্পু (২৬)।
শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যায় ব্যাটালিয়ন দপ্তরে এক সংবাদ সম্মেলনে জয়পুরহাট-২০ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া বলেন, একদল পাচারকারী ভারতে সোনা পাচার করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে ১৯৯ ভরি ১২ আনা ২ রতি ওজনের ২০টি স্বর্ণের বার, চোরা চালান কাজে ব্যবহৃত মোটর সাইকেলসহ সোনা পাচারকারীদের আটক করা হয়। আটককৃত মালামালের মূল্য ২ কোটি ২৯ লাখ ২১ হাজার ৬৪ টাকা হবে। পরে আইনগত প্রক্রিয়া শেষে আজ রাতেই আটককৃতদের পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়েছে।