ভারতে সংক্রমণ ছাড়ালো ২ কোটি

আন্তর্জাতিক ডেস্ক, এটিভি সংবাদ 

ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ। টানা কয়েক সপ্তাহ ধরেই দেশটিতে সংক্রমণের ঊর্ধ্বগতি চলমান রয়েছে। কোনভাবেই যেন দেশটিতে করোনার লাগাম টানা যাচ্ছে না। ইতোমধ্যেই দেশটিতে সংক্রমণের সংখ্যা দুই কোটি ছাড়িয়ে গেছে।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরো ৩ লাখ ৫৫ হাজার ৮২৮ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। এই সময়ের মধ্যে মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ৪৩৮ জন। আজ মঙ্গলবার (৪ মে) এ খবর প্রকাশ করেছে বিজনেস স্ট্যান্ডার্ড।

এ নিয়ে করোনায় আক্রান্তের সংখ‌্যা বেড়ে দাঁড়ালো ২ কোটি ২ লাখ ৭৫ হাজার ৫৪৩ জনে। মৃত্যু হয়েছে ২ লাখ ২২ হাজার ৩৮৩ জনের।