ভালুকায় প্রাইভেটকারে বাসের ধাক্কা, নিহত ৬

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় একটি প্রাইভেটকারকে যাত্রীবাহী বাস ধাক্কা দিলে চালকসহ ৬ জন নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনউদ্দিন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা প্রাইভেটকারটি ভালুকা ডিগ্রি কলেজের সামনে থেকে ইউটার্ন নিচ্ছিল। এ সময় ময়মনসিংহ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ইমাম পরিবহনের একটি বাস প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক ও পাঁচ যাত্রী নিহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করেন। যাত্রীদের মধ্যে একটি শিশু, দুই জন নারী ও তিন জন পুরুষ রয়েছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি।

এদিকে, একই দিন সকালে য়মনসিংহের নান্দাইলে গরুবোঝাই ট্রাকের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে মারা গেছেন গরু ব্যবসায়ী শহিদুল ও মুস্তাকিম। আহত হয়েছেন আরও চার জন। তাদের থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।