ভেদরগঞ্জে বিদ্রোহী প্রার্থীর জয়, বিএনপি’র ভরাডুবি

শরীয়তপুর প্রতিনিধি, এটিভি সংবাদ

শরীয়তপুরের ভেদরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকা মার্কার প্রার্থী আব্দুল মান্নান হাওলাদার ও বিএনপি প্রার্থী বিএম মোস্তাফিজুর রহমানকে পরাজিত করে বিদ্রোহী প্রার্থী আবুল বাশার চোকদার বিজয় নিশ্চিত করেছেন।

শনিবার সারাদিন শান্তিপূর্ণ ভোট গ্রহণ শেষে রিটার্নিং কর্মকর্তা তানভীর আল নাসীফ আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে বিএনপি প্রার্থী বিএম মোস্তাফিজুর রহমানের চরম ভরাডুবি হয়েছে।

জানা গেছে, শরীয়তপুরের ভেদরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকা মার্কা নিয়ে আওয়ামী লীগ প্রার্থী আব্দুল মান্নান হাওলাদার, ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান, জগ প্রতীক নিয়ে (আওয়ামী লীগ বিদ্রোহী) স্বতন্ত্র প্রার্থী আবুল বাশার চোকদার প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচন শেষে স্বতন্ত্র প্রার্থী আবুল বাশার চোকদার পেয়েছেন তিন হাজার ৮৯৬ ভোট, তার নিকটতম প্রার্থী আব্দুল মান্নান হাওলাদার পেয়েছেন ২ হাজার ৩৩৮ ভোট এবং ধানের শীষ প্রার্থী বিএম মোস্তাফিজুর রহমান পেয়েছেন মাত্র ২১৩ ভোট। তবে নির্বাচন শেষে নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন অংশগ্রহণকারী সব প্রার্থী।

নির্বাচনে ১নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে দেলোয়ার তালুকদার, ২নং কাউন্সিলর হিসেবে হারুন অর রশিদ বেপারী, ৩নং কাউন্সিলর হিসেবে মাহবুবুর রহমান সেলিম, ৪নং কাউন্সিলর হিসেবে শাহাদাত হোসেন, ৫নং কাউন্সিলর হিসেবে শাকিল বেপারি, ৬নং কাউন্সিলর হিসেবে আব্দুল আজিজ বেপারি, ৭নং কাউন্সিলর হিসেবে বাবুল হাওলাদার ৮নং কাউন্সিলর হিসেবে শহীদ হাওলাদার ও ৯নং কাউন্সিলর হিসেবে নজরুল ইসলাম নির্বাচিত হন।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১, ২, ৩নং ওয়ার্ডে নার্গিস আক্তার, ৪, ৫, ৬নং ওয়ার্ডে জিন্নাত রেহানা সাধনা এবং ৭, ৮, ৯নং ওয়ার্ডে তানিয়া আক্তার নির্বাচিত হয়েছেন।