
রংপুর, এটিভি সংবাদ
আলুর বাজার নিয়ন্ত্রণে রংপুর সিটি বাজারে ও ময়নাকুটি এগ্রো ইন্ডাস্ট্রিস লিমিটেড নামের এক কোল্ড স্টোরেজে অভিজান চালিয়েছে ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর রংপুর। এ সময় সরকারের বেধে দেওয়া মূল্যের থেকে অধিক মূল্যে বিক্রয়ের অভিযোগে ময়নাকুটি কোল্ড স্টোরেজে অভিযান পরিচালনা করে।
রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুরের সহকারী পরিচালক আজহারুল ইসলাম সিটি বাজারের আলুর আরোদে অভিযান চালায় এ সময় ব্যবসায়ীদের কাছে ক্রয় মূল্যের বেশির অভিযোগ পেয়ে কোল্ড স্টোরেজে অভিযান চালায় ভোক্তা অধিকার টিম। সেখানে ফরহাদ ও চান নামে দুই ব্যবসায়ী বিক্রয় রশিদ যাচাই করে দেখা যায় সরকারি বেঁধে দেয়া মূল্যের অধিক দরে বিক্রয়ের অভিযোগের সত্যতা মেলে।পরে ৪০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
ব্যবসায়ীরা বলছেন, বাজার উদ্যগতির কারণে বিক্রেতাদের থেকেই আমরা প্রতি কেজি ৩৬ টাকার উপরে আলু কিনতে হয়। কোল্ড স্টোরেজ,গাড়ি ভাড়াসহ ৪০ টাকার উপরে পড়ে, এখন আমরা কি করবো। আলুর কেজি যখন ৮ টাকা ছিল তখন তো কোন ভোক্তা অধিকার এসে সহযোগিতা করে নাই। ব্যবসায় অনেক লছ খেয়েছি, এখন আলুর দাম বাড়ছে আর আমাদের উপরে বিভিন্ন নির্যাতন চালাচ্ছে,জরিমানাও করছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক আজারুল ইসলাম বলেন , সরকারি বেঁধে দেওয়া দামের অতিরিক্ত দামে বিক্রয় করা হলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
