মতিঝিলে ব্যাংকের স্টাফ বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক, এটিভি সংবাদ

রাজধানীর মতিঝিলে সরকারি ব্যাংকের স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২০ নভেম্বর) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দাঁড়িয়ে থাকা বাসে হঠাৎ আগুন দেখে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে ফোন করেন। তবে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন।

মতিঝিল থানার পরির্দশক (তদন্ত) রাসেল হোসেন জানান, সোমবার আনুমানিক বেলা ৩টার দিকে মতিঝিলের মধুমিতা সিনেমা হলের গলিতে দাঁঁড়িয়ে থাকা একটি স্টাফ বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।