সৈকত মনি, এটিভি সংবাদ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান ও পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রধান মনিরুল ইসলামসহ চার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
অবসরে পাঠানো অন্য দুই কর্মকর্তা হলেন- রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন ও রংপুর মহানগরের পুলিশ কমিশনার মনিরুজ্জামান।
মঙ্গলবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা ১ এর সচিব মো. জাহাংগীর আলম প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।
এর আগে সকালে মনিরুলসহ তিন অতিরিক্ত আইজিসহ ৫১ পুলিশ কর্মকর্তাকে রদবদল করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের তিন আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। মনিরুল ইসলামকে এসবি থেকে সরিয়ে পুলিশ সদর দপ্তরে বদলির প্রজ্ঞাপন জারি করা হয়। এর কয়েক ঘণ্টা পর রাতে মনিরুলকে বাধ্যতামূলক অবসর দেওয়ার প্রজ্ঞাপন জারি করা হয়।
স্বরাষ্ট্র সচিব জাহাংগীর আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি বিধানের ৪৫ ধারা অনুযায়ী জনস্বার্থে পুলিশের অতিরিক্ত আইজি (গ্রেড ১) মনিরুল ইসলামকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।
অপরদিকে ঢাকার পুলিশ কমিশনার হাবিবুর রহমানকে সরকার পতনের পর গত ৭ আগস্ট সরিয়ে দেওয়া হয়। তার জায়গায় চলতি দায়িত্ব দেওয়া হয় সিআইডির উপ-পুলিশ মহাপরিদর্শক মো. মাইনুল হাসানকে।
স্বরাষ্ট্র সচিব জাহাংগীর আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে অতিরিক্ত আইজি হাবিবুর রহমানকে অবসরে পাঠানোর কথা জানানো হয়।
জাহাংগীর আলম স্বাক্ষরিত আরেক প্রজ্ঞাপনে বলা হয়েছে, রংপুর রেঞ্জের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (সুপারনিউমারারি) মো. আব্দুল বাতেনকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য ও রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মনিরুজ্জামানকে সরকারি চাকরি আইন ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন)–এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।