atv sangbad

Blog Post

atv sangbad > সারাদেশ > ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ময়মনসিংহ, এটিভি সংবাদ

ময়মনসিংহের তারাকান্দায় আলুবোঝাই ট্রাকের সঙ্গে চিনিবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের চালকসহ তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ৭টার দিকে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা-শেরপুর মহাসড়কে ঢাকাগামী চিনি বোঝাই একটি পিকআপ শেরপুরগামী আলু ভর্তি ট্রাকের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন ঘটনাস্থেলই নিহত হয়। আহত অবস্থায় দুজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তাদের মৃত্যু হয়।

তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওয়াজেদ আলী এই তথ্য নিশ্চিত করে জানান, নিহতদের মধ্যে পিকআপচালক ঘটনাস্থলে ও অপর দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :