
ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুরে মঙ্গলবার সকালে বজ্রপাতে ইনতাদুল (২৮) নামের এক কৃষকের করুন মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের সাদেক আলীর ছেলে।
নেপা ইউপি চেয়ারম্যান শামছুল হক মৃধা জানান, ইনতাদুল মাঠে ক্ষেতে কাজ করছিল সকালে ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতে আহত হলে তার অন্য সহকর্মীরা তাকে দ্রুত মাঠ থেকে বাড়ি আনার পথেই তার মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।