মাদারীপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

শফিক স্বপন (মাদারীপুর), এটিভি সংবাদ 

মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মাথাভাঙ্গ হাট সংলগ্ন একটি ইট ভাটার পাশ থেকে মঙ্গলবার সন্ধ্যায় অজ্ঞাত নামা বয়স (২২) বছরের এক যুবকের লাশ উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মাথাভাঙ্গ হাট সংলগ্ন একটি ইট ভাটার পাশে এক যুবকের লাশ দেখতে পায় স্থানীয়রা। লাশের পরিচয় পাওয়া যায়নি। কে বা কারা ভোর রাতের দিকে গলায় গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ফেলে রেখে গেছে।

খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। কিছু সময়ের মধ্যে লাশ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করবো। মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম মিঞা বলেন, খবর পেয়ে আমরা মাথাভাঙ্গা এলাকার ঘটনাস্থলে আসি, লাশের গলায় গামছা বাধা আছে।

স্থানীয়রা লাশ শনাক্ত করতে পারেনি। আমরাও এখন পর্যন্ত পরিচয় পায়নি। লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।