
স্টাফ রিপোর্টার:
সংবাদ প্রকাশের জেরে মানবজমিন এর বিরুদ্ধে সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের দায়ের করা মামলায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব)। ক্র্যাবের ভারপ্রাপ্ত সভাপতি মোরছালীন বাবলা ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু এক বিবৃতিতে ঘটনার নিন্দা জানিয়ে বলেন, মিথ্যা মামলা দায়ের করে পেশাদার সাংবাদিককে হয়রানি স্বাধীন গণমাধ্যমের পরিপন্থী। এতে বাক স্বাধীনতা রুদ্ধ হয়। বিবৃতিতে ক্র্যাব নেতৃবৃন্দ বলেন, ক্র্যাব সদস্য আল-আমিনের বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে এমপির দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি উদ্দেশ্য প্রণোদিত। ঘটনার সুষ্ঠু তদন্ত করে মামলাটি দ্রুত প্রত্যাহার ও পুলিশি হয়রানি না করার দাবি জানিয়েছেন ক্র্যাব নেতৃবৃন্দ।