
মানিকগঞ্জ প্রতিনিধি
গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৩৫ জন। এই নিয়ে মানিকগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৪ জন। তবে এরমধ্যে সুস্থ হয়েছেন ৮৬৯ জন। জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক এস এম ফেরদৌস সোমবার (১৭ আগস্ট) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৪ এপ্রিল মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ধীরে ধীরে পুরো জেলায় সংক্রমণ ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত জেলার সাতটি উপজেলায় ৮ হাজার ৪৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ১ হাজার ২৪ জনের করোনা পজিটিভ রেজাল্ট আসে।
সূত্রমতে, গত মে এবং জুন মাসে জেলায় করোনা সংক্রমণের হার সবচেয়ে বেশি ছিল। করোনা সংক্রমণে অধিক ঝুঁকিপূর্ণ বিবেচনায় গত ১৩ জুন মানিকগঞ্জের সাতটি এলাকা ‘রেড জোন’ ঘোষণা করে জেলা প্রশাসন। এতে আক্রান্তের হার কমে এলে ৪ জুলাই এসব এলাকাকে ‘ইয়োলো জোন’ ঘোষণা করা হয়।
করোনা প্রতিরোধ কমিটি সূত্র জানায়, এ পর্যন্ত জেলায় ‘কোভিড-১৯’-এ সংক্রমিত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন ১৫ জন। করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৮৬৯ জন সুস্থ হয়েছেন। বাকি আক্রান্ত ১৫৫ জনের মধ্যে ১১ জন জেলা সদর হাসপাতাল এবং একজন সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে চিকিৎসাধীন। এছাড়া আক্রান্ত ১৪১ জন নিজ বাসায় আইসোলেশনে আছেন।
সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ বলেন, জেলায় করোনা আক্রান্তের হার কমেছে। তবে করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই|