নিজস্ব প্রতিবেদক, এটিভি সংবাদ
রাজধানীর মালিবাগ মোড়ে শাহজালাল হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ কর্মচারীসহ চারজন দগ্ধ হয়েছেন। বুধবার (২০ মার্চ) সন্ধ্যার দিকে এ অগ্নিদুর্ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধরা হলেন- আব্দুল হান্নান (৪০), মো. সবুজ (২৪), মো. মারুফ (১৬) ও মো. জুলহাস (১৮)। দগ্ধদের মধ্যে আব্দুল হান্নান ছাড়া বাকিরা হোটেলটির কর্মচারী।
দগ্ধ তিন হোটেল কর্মচারীকে উদ্ধার করে সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। হান্নানকে ভর্তি করা হয়েছে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।
শাহজালাল হোটেলের অন্য কর্মচারীরা জানান, সন্ধ্যার দিকে হোটেলের ভেতরে কাজ করার সময় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন লাগে। ঘটনার পরপরই আগুন নিভিয়ে ফেলা হয়।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প (ইনচার্জ) ইন্সপেক্টর বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দগ্ধ ৩ যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছে। দগ্ধদের অবস্থা সংকটমুক্ত নয়।